logo
রবিবার, ১৭ নভেম্বর ২০১৯, ৩ অগ্রহায়ণ ১৪২৬

  মিনহাজ উদ্দীন শরীফ   ১৫ জুন ২০১৯, ০০:০০  

বাবার শাসন

বন্দি করে রাখে বাবা

যেতে দেয় না মাঠে;

সকাল দুপুর একই কথা

মনোযোগ দাও পাঠে।

বন্ধুরা সব বিকেল বেলা

ফুটবল খেলা করে;

আমার বাবা আমায় বলে

থাকতে তখন ঘরে।

আমার কষ্ট কেউ বোঝে না

কি করতে চায় মনে;

পড়ার জন্য চাপ দেয় শুধু

আষ্টেপৃষ্ঠের জনে!

স্বাধীন ভাবে উড়বো কবে

নীল গগনের পানে;

কেউ জানে না কেউ বলে না

আমার কথার মানে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে