logo
মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯, ২৮ কার্তিক ১৪২৬

  আজাদ হোসেন   ১৫ জুন ২০১৯, ০০:০০  

বাবার আদেশ

বাবা বলে শোন রে আমার

ওরে খোকন সোনা,

তুই যে আমার চোখের

আমার জাদুর কণা।

আমি যাচ্ছি তারার দেশে

আসবো নাতো ফিরে,

থাকবো সেথায় জনম জনম

চিরস্থায়ী নীড়ে।

বাবা আমায় করলো আদেশ

সঠিক মানুষ হতে,

অসৎ কাজে করলো নিষেধ

থাকতে সরল পথে।

বাবার আদেশ আজও আমার

মনের মাঝে বাজে,

বাবার আদেশ মেনে চলি

থাকি সঠিক পথে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে