logo
বুধবার, ১৩ নভেম্বর ২০১৯, ২৯ কার্তিক ১৪২৬

  আরিফ বখতিয়ার   ২২ জুন ২০১৯, ০০:০০  

বৃষ্টি নামে ঝুমুর ঝুম

মেঘবালিকা মেঘের নাও

দূর আকাশে মেঘের গাঁও।

মেঘের বাগান সারি সারি

সোনার কলস রুপোর হাঁড়ি।

মেঘবালিকার ফর্সা চুল

সাদা সাদা ঝুমকো দুল।

গায়ে হলুদ বিয়ের সাজে

গুড়ুম গুড়ুম বাজনা বাজে।

মেঘবালিকার বিয়ের ধুম

বৃষ্টি নামে ঝুমুর ঝুম।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে