logo
বৃহস্পতিবার ১৮ জুলাই, ২০১৯, ৩ শ্রাবণ ১৪২৬

  ফখরুল হাসান   ০৬ জুলাই ২০১৯, ০০:০০  

বর্ষার জলে ডুব

কলাগাছের ভেলায় চড়ে পাড়ি দিতাম বিল

গ্রামের সকল দুষ্টু ছেলে ছিল কত মিল

সচ্ছল জলের মাছের লোভে উড়ত শত চিল

হুররে বলে একসাথে মারতাম সবাই ঢিল।

পানকৌড়ি ডুব সাঁতার আহা কি সেই দৃশ্য

আমার কাছে গ্রামটাই ছিল একটা মহাবিশ্ব

বর্ষার জলে ডুব দিয়ে ছোঁয়াছুঁয়ি খেলা

এভাবেই কেটে যেত আমাদের বেলা।

বর্ষা এলে চারপাশে জল ছিল থইথই

আনন্দ পাড়ায় পাড়ায় হইহই রইরই

বর্ষাকালে খালে বিলে জল এখন কই

চোখে তো পড়ে না কিশোরের হইচই।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে