logo
বৃহস্পতিবার ১৮ জুলাই, ২০১৯, ৩ শ্রাবণ ১৪২৬

  স্বপন শর্মা   ০৬ জুলাই ২০১৯, ০০:০০  

আম আঁটির-ভেঁপু

সত্যি বলছি নয়তো মিছে

গাছের তলে ঘরের পিছে

খুঁজি আমের চারা

নেই তো মনে সঙ্গী আমার

কে কে ছিল তারা!

কচি চারার আঁটিগুলো

ধুয়ে নিলাম মাটিগুলো

একটু শানে ঘষে

সবার কাছে কয়টা আছে

হিসেব নিলাম কষে।

মুখে নিলাম ফুঁ...যে দিলাম

উঠল বেজে পঁ্যা-পু

কি আনন্দ! বাজল শেষে

আম আঁটির এক ভেঁপু।

এসব এখন স্মৃতি হয়ে ভাসে

আষাঢ় যখন বৃষ্টি হয়ে আসে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে