মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
তোমাদের লেখা

বন্ধু

ফাইজা আরেফিন রোজা
  ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০
আপডেট  : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:২১

ফাইজা আরেফিন রোজা

রাফিক ও রাতুল দুই বন্ধু, তাদের গ্রীষকালীন ছুটি চলছে, তারা ভাবছে যদি কোথাও ঘুরতে যাওয়া যায়। তখন রাতুল পরামর্শ দিল একদিন জঙ্গলে থেকে আসার। রাফিক রাজি হলো। শুক্রবার সকালবেলা তারা জঙ্গলের পথে রওনা দিল। যেতে যেতে প্রায় বিকাল হয়ে গেল। তারা বিশ্রাম নেয়ার পর খাবারের জন্য গাছ থেকে বিভিন্ন ফল পেড়ে সংগ্রহ করে রাখল, বন-জঙ্গলে কত সুন্দর গাছ, ফুল, ফল ও পশু-পাখি রয়েছে। যেমন রয়েছে শান্ত পশু তেমনই রয়েছে হিংস্র পশু। তারা জানে না যে বনেও হিংস্র পশু থাকতে পারে। প্রায় সন্ধ্যাবেলা রাতুল আগুন জ্বালানোর চেষ্টা করছে। এসময় এক লম্বা সাপ এসে হাজির হলো। রাতুল সাপটিকে দেখে ভয় পেল। সে রাফিককে ডাকছিল কিন্তু রাফিক কোনো সাড়াই দিচ্ছিল না। রাফিক যখন রাতুলের চিৎকার শুনতে পেল তখন সে হাতের কাছে কিছু না পেয়ে একটা লম্বা লাঠি নিয়ে সাপটিকে জোরে আঘাত করল। সাপটি জোর আঘাতে মারা গেল। রাতুল নিরাপদ হলো। পরের দিন সকালবেলা ওর বাড়ির দিকে রওনা দিল।

শ্রেণি-৪র্থ

স্কুল-শহীদ বীর উত্তম লে. আনোয়ার গালর্স কলেজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে