logo
রবিবার, ৩১ মে ২০২০, ১৭ জ্যৈষ্ঠ ১৪২৬

  পৃথ্বীশ চক্রবর্ত্তী   ০৫ অক্টোবর ২০১৯, ০০:০০  

দুর্গা মায়ের আগমনে

দুর্গা মায়ের আগমনে

আনন্দ আজ সবার মনে।

ছুটছে সবাই মনের টানে

মন্দিরেতে মায়ের পানে।

স্মরণিকা হচ্ছে ছাপা

কবিতা ও ছড়া, গানে

লেখাগুলো হচ্ছে মাপা?

দেখেছে কেউ বায়ে-ডানে!

বাদ্য বাজনা উঠছে বেজে

ছোট বড় যাচ্ছে সেজে

কেউ গেয়ে আর কেউ বা নেচে

কেউ কবিতার পাঠে গেছে।

পূজা নিয়ে কাটছে বেলা

সুখেই কাটছে সবার বেলা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে