logo
রবিবার, ১৯ জানুয়ারি ২০২০, ৬ মাঘ ১৪২৭

  শ্যামল বণিক অঞ্জন   ১২ অক্টোবর ২০১৯, ০০:০০  

মা যে এলো

মা যে এলো বছর পরে

মর্ত্যলোকে আপন ঘরে

পঙ্খিরাজের পিঠে চড়ে।

শারদ বেলায়, মেঘের ভেলায়

রোদ বৃষ্টির নিপুণ খেলায়

কোটি প্রাণের মিলন মেলায়।

মা যে এলো বছর ঘুরে

ধূপের সুবাস হাওয়ায় উড়ে

ঢাকের তালে ছন্দ সুরে,

কাছে দূরে, ভুবন জুড়ে।

মা যে এলো আবার ফিরে

আমার জীর্ণ ভাঙা নীড়ে

স্নেহ মায়ায় রাখতে ঘিরে।

মা যে এলো বছর পরে

শুভ্র শরৎ রঙিন করে

খুশির জোয়ার উপচে পড়ে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে