logo
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯, ৭ অগ্রহায়ণ ১৪২৬

  শাহীন খান   ০২ নভেম্বর ২০১৯, ০০:০০  

হেমন্ত

ধানের ক্ষেতে বাতাস দোলে

কেড়ে নিল এ মনতো

শিশির ঝরে দুব্বাঘাসে

আসলো ফিরে হেমন্ত।

পাখি ডাকে মধুর সুরে

ভোর বেলা দিনদিনান্তে

হৃদয় আমার উড়ে উড়ে

চায় যে যেতে সীমান্তে।

ভ্রমর উদাস কবির মতো

কবি লেখেন কাব্য গান

ফুলে ছড়ায় সুগন্ধিটা

ফিরে পেলাম নব্য প্রাণ!
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে