logo
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০, ১৮ আষাঢ় ১৪২৬

  হাসান মাসুদ   ৩০ নভেম্বর ২০১৯, ০০:০০  

সই পাতানো

ভূতুম পঁ্যাচা ভূতুম পঁ্যাচা

রাত্রি হলেই হুতোম পঁ্যাচা

কেন ডাকিস তুই?

পড়ার ঘরে মনটা পুড়ে

চাই যে তোকে হৃদয়জুড়ে

আয় না পাতি সই।

সই হলে সই ডাকব দুজন

খেলব দুজন, গড়ব দুজন

ভেন্নাপাতার ঘর,

রোদ বৃষ্টি ঝড় যতই আসুক

নিন্দুকেরা যতই হাসুক

হবো না কভু পর।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে