logo
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০, ১৮ আষাঢ় ১৪২৬

  শাজাহান কবীর শান্ত   ৩০ নভেম্বর ২০১৯, ০০:০০  

মেঘের ভেতর চাঁদ

চাঁদ এলো ঘুরে ঘুরে

এই কাছে ওই দূরে

কই গেল যাঃ!

মেঘগুলো ঢেকে দিল

চাঁদমামা টা!

লুকোচুরি খেলা করে

মেঘগুলো যায় সরে

তরতর করে মেঘ

বাতাসের পাছ ধরে

চাঁদমামা ফিক করে

দেয় হাসিটা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে