logo
শনিবার, ২৫ জানুয়ারি ২০২০, ১১ মাঘ ১৪২৬

  শামীম শিকদার   ৩০ নভেম্বর ২০১৯, ০০:০০  

হেমন্তের দিনে

হেমন্তের আকাশে জমেছে সাদা

মেঘের এক টুকরো ভেলা,

সূর্যের আলোর মাঝে মেঘগুলো

করছে কত খেলা।

শিশির ভেজা ভোরে সবুজ

ঘাস লাজুক মনে হাসে,

ছোট খোকা বাবার হাত

ধরে পা ভিজায় ঘাসে।

গাছের পাতার ফাঁকে ফাঁকে

রোদ দেয় হালকা উঁকি,

মাঠে সকলের সাথে খেলতে

বসেছে ছোট সোনা খুকি।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে