logo
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০, ১০ মাঘ ১৪২৬

  ফয়েজ হাবীব   ০৭ ডিসেম্বর ২০১৯, ০০:০০  

বিজয় পেয়ে

সবুজ বুকে লাল ছিল না

বিজয় আসার আগে

রক্ত ঘামের বিনিময়ে

বীর বাঙালি জাগে।

কোলটা মায়ের শূন্য ছিল

সুখ ছিল না মনে

মায়ের মুখে সুখের হাসি

বিজয় নামের ধনে।

ছেলের কাছে বাবার আদর

কঠিন বিষয় ছিল

বিজয় পেয়ে বুকভরা প্রেম

বাবা তাকে দিল।

বিচার যখন ন্যায় ছিল না

জোর জুলুমের দেশে

বাঙালিরা বিজয় পেয়ে

উঠল তখন হেসে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে