logo
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০, ১০ মাঘ ১৪২৬

  জোবায়ের মিলন   ০৭ ডিসেম্বর ২০১৯, ০০:০০  

হেমন্তের পরে শীত

বাতাস গায়ে শনশন কনকন

শীতের ছোঁয়া লাগে

শেষ বিকেলে হিম বুড়িটা

একটু একটু জাগে।

ভোর সকালে রোদের মেজাজ

থাকে নিবিড় শান্ত

শিশির পড়ে একটু ভেজে

শুরু শেষের প্রান্ত।

ভেসে বেড়ায় মেঘের দলা

ছোট ছোট দলে

দেখতে যেন আকাশ পথে

রেলগাড়ি এক চলে।

চারিপাশে মলিন পাতা

জরা জরা প্রাণ

হেমন্তটা শীত ঋতুকে

করে আহ্বান।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে