বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিশু-কিশোর উপযোগী নতুন বই

নতুনধারা
  ০১ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা-২০২০। প্রাণের এই মেলাকে উপলক্ষ্য করে প্রকাশ হয়েছে অসংখ্য নতুন বই। কারও কাব্যগ্রন্থ, কারও উপন্যাস, কারও শিশু-কিশোর বইসহ হরেক রকমের বই। কারও বই আগামীকাল থেকে স্টলে পাওয়া যাবে, কারও বই আসতে আরও দু-একদিন সময় লাগবে। আগামীকাল থেকে বইমেলায় থাকছে এমন কয়েকটি শিশু-কিশোর উপযোগী বইয়ের তথ্য তুলে ধরেছেন শিশুসাহিত্যিক মোহাম্মদ অংকন।

শিশুতোষ ছড়াগ্রন্থ : গোলস্নাছুট

লেখক : পথিক মিজান, মূল্য : ৮০ টাকা

প্রাপ্তিস্থান : চিরদিন প্রকাশ, স্টল নং : ৪৮৯

শিশুতোষ গল্পগ্রন্থ : টুম্বা ভূতের উপহার

লেখক : সোহেল বীর, মূল্য : ৬০ টাকা

প্রাপ্তিস্থান : অক্ষরবৃত্ত প্রকাশনী, স্টল নং : ১৮০

সায়েন্স ফিকশন : এক্স ওয়ার্ল্ড

লেখক : বদরুল আলম, মূল্য : ১৭৫ টাকা

আহম্মেদ পাবলিশিং হাউস, স্টল নং : ৬৬৩-৬৬৬

শিশুতোষ গল্পগ্রন্থ : সুমতির গল্পস্বল্প

লেখক : কবির কাঞ্চন, মূল্য : ১৬০ টাকা

অক্ষরবৃত্ত প্রকাশনী, স্টল নং : ১৮০

সায়েন্স ফিকশন : ইকারুসের ডানা

লেখক : ইউনুস আহমেদ

মূল্য : ১৬০ টাকা

প্রাপ্তিস্থান : অন্বয় প্রকাশ, স্টল নং : ৬১০

ছড়াগ্রন্থ : ছড়ায় ছড়ায় ভোলার কান্ড

লেখক : রবিউল ফিরোজ

মূল্য : ১৬০ টাকা

প্রাপ্তিস্থান : নন্দিতা প্রকাশনী

স্টল নং : ২৭৬-২৭৮

কিশোর উপন্যাস : শুভ সংঘ

লেখক : শামস সাইদ

মূল্য : ২০০ টাকা

প্রাপ্তিস্থান : অন্যধারা

স্টল নং : ৫৯৯-৬০২

শিশুতোষ গল্পগ্রন্থ : এক রাজ্যে দুই রাজা

লেখক : মোহাম্মদ অংকন

মূল্য : ৮০ টাকা

প্রাপ্তিস্থান : ছোটদের মেলা

স্টল নং : ৭৭৪

মেঘের মেয়ে বৃষ্টি

লেখক অদ্বৈত মারুত,

প্রচ্ছদ ও অলংকরণ বিপস্নব চক্রবর্ত্তী প্রকাশক কালান্তর।

মূল্য ১৫০ টাকা

ডিটেকটিভ হেকিম হোমস

লেখক- প্রিন্স আশরাফ

প্রকাশনী- বাবুই

প্রচ্ছদ- নিয়াজ চৌধুরী তুলি

স্টল নম্বর- ৭৭৭-৭৭৮

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<86679 and publish = 1 order by id desc limit 3' at line 1