শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
সংবাদ সংক্ষেপ

বলিরেখা দূর করে আলুর রস

যাযাদি হেলথ ডেস্ক
  ৩০ জুন ২০১৮, ০০:০০

রোদ ও ধুলাবালিতে ত্বক নিজীর্ব হয়ে পড়ে। ঈদের আগেই ত্বকের খানিকটা যতœ নিয়ে নিন। আলুর রসের সাহায্যে দূর করতে পারেন ত্বকের কালচে দাগ। আলুর রস নিয়মিত ব্যবহারে দূর হবে বলিরেখাও। জেনে নিন ত্বকের যতেœ কীভাবে আলুর রস ব্যবহার করবেন। সমপরিমাণ টক দই ও আলুর রস মিশিয়ে নিন। ১ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে ত্বকে লাগান। ত্বক হবে টানটান ও মসৃণ।

সমপরিমাণ আলুর রস ও লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। ত্বকের কালচে দাগ দূর হবে। ১ কাপ পানির সঙ্গে ৫ চা চামচ আলুর রস ও ১ চা চামচ বেকিং সোডা মেশান। মিশ্রণটি ত্বকে লাগান। প্রাকৃতিকভাবে ত্বক হবে পরিষ্কার। চোখের ফোলা ভাব কমাতে সাহায্য করে আলুর রস। এজন্য সমপরিমাণ আলুর রস ও শসার রস মিশিয়ে চোখের আশপাশের অংশে লাগান। তুলা ভিজিয়ে চোখের ওপর দিয়ে রাখলে সবচেয়ে ভালো ফল পাবেন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন চোখ। মুলতানি মাটির সঙ্গে লেবুর রস ও আলুর রস মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল ও মসৃৃণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে