শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সমস্বত্ব ভালোবাসা

মোবাশ্বির হাসান শিপন
  ১৬ অক্টোবর ২০১৮, ০০:০০

সমস্বত্ব ভালোবাসা কিংবা

সম্পকের্র সরল রসায়নও স্বত্ব হারায়-

বায়বীয় ব্যাকরণের জটিল নিয়মে;

পাটিগণিতের পৌনঃপুনিক হিসেব পাল্টে দেয়-

অতিক্রান্ত অতীতের সুখ স্মৃতি স্বপ্ন বঁাধ;

বুকের ভিতর গড়ে ওঠে কষ্টের পোড়াবাড়ি।

ঘুম ভাঙা পলির ডাকে শষ্যদানা জেগে ওঠে

তৃষ্ণাতর্ অঙ্কুর খেঁাজে আলোর ঠিকানা;

সমুদ্রের কিনারা বেয়ে ভোর আসে। তবু

অন্ধকার ঘুমোতে পারে না দিনের শয্যায়-

প্রলয়ের মেঘ আর কুয়াশার আবজর্নায় ।

পাহাড়ের চ‚ড়ায় ঝণার্র শ্যাওলার অস্বিত্বকেও জীবন বলে;

পঙ্গু দেহে হামাগুঁড়ি দিয়ে-

কি আর সে লক্ষ্যে পেঁৗছা যায়!

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<17652 and publish = 1 order by id desc limit 3' at line 1