বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দরজার ওপাশে

মোবাশ্বির হাসান শিপন
  ২৭ নভেম্বর ২০১৮, ০০:০০

দরজার ওপাশে হাড্ডিসার স্বপ্নগুলো

মাঝে মাঝে আলস্যের মরা দুপুরে

ঘাপটি মেরে দরজা পেরুতে হামাগুড়ি দেয়।

চৌকাঠ পেরিয়ে অসময়ে চলে আসে

হৃদয়ে সরুছিদ্রপথে তরঙ্গরেখা বরাবর।

মুদে থাকা চোখে স্নায়ুর অস্থির কম্পন;

মস্তিষ্কে ঝঁাকুনিতে জেগে ওঠে স্মৃতিকোষ;

ঘুরে ফিরে চলে আসে অবাক ক্রন্দন।

হায়! ওরাও একদিন তারণ্যে মাদলের সুর তুলতো;

কিশোরীর নূপুরের ঝঙ্কার

সঙ্গী ছিল মায়ার সংসারে।

সময়ের ব্যবধানে সুখস্মৃতি ধাক্কা মেরে-

স্বপ্নের সমান হবার আকাক্সক্ষার অঙ্কুরোদ্গম

হতে না হতেই কাছের মানুষের মতো মানুষেরা

শিকড় কেটে ছেড়ে যায় অন্য ভুবনে

যেখানে ব্যবচ্ছেদের পলি হয় স্বাথের্র বলি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<24207 and publish = 1 order by id desc limit 3' at line 1