মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বষার্ মানে

নতুনধারা
  ১০ জুলাই ২০১৮, ০০:০০

স্বপন শমার্

বষার্ মানে সবাই জানে

কদম ফুলের গন্ধে,

সুবাস ছড়ায় মনটা ভরায়

সকাল দুপুর সন্ধ্যে।

বষার্ মানে ধরার পানে

টাপুর-টুপুর বৃষ্টি,

মেঠো পথে গাড়ি-রথে

কি অনা সব সৃষ্টি!

বষার্ মানে ব্যাঙের গানে

সুর ও ছন্দের তালে,

মাছে-সাপে হয় মিতালী

ডোবা পুকুর খালে।

বষার্ মানে মেঘের টানে

ডোবা-নালা ভরে,

সাপে ব্যাঙে নানান ঢঙে

শুধুই খেলা করে।

সদস্য,

জেজেডি ফ্রেন্ডস ফোরাম

উলিপুর-কুড়িগ্রাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<2720 and publish = 1 order by id desc limit 3' at line 1