শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কালের খেয়া

মোবাশ্বির হাসান শিপন
  ১৫ জানুয়ারি ২০১৯, ০০:০০

কালের খেয়ায় বিস্তীণর্ জনপদের

অযুত-নিযুত বছরের ঠিকানাও বদলে যায়;

যেমন করে গাঙের অস্থির ক্ষুধার উদরে

সমপির্ত ঘূণির্পাকে হারিয়ে যায়

আমাদের পূবর্ পূরুষের ভিটেমাটি।

কেউ আবার নিজেই সরীসৃপের মতো খোলস পাল্টায়

খুঁজে নেয় সুবিধাবাদের মসৃণ ঠিকানা।

মানুষের নিঃশ্বাস-বিশ্বাস আর স্বপ্ন পরিধির

গল্প হয়ে বেঁচে থাকা অদৃশ্য ডায়রির

বিবণর্ পাতাও হারিয়ে যায় মহাকালের গভের্।

হায়! উদ্বাস্তু হয়ে আছি ঠিকানাবিহীন ঠিকানায়;

কোথাও আমার কেউ রইল না; কার কাছে ফিরবো!

রোজ রোজ কত আর ভালো লাগে

একাকিত্বে কপূের্রর মতো উড়ে যেতে!

বাতাসে পরিচিতজনের চেনা গন্ধ আর ভেসে আসেনা

লোবান কিংবা নিহত গোলাপের বাসি সৌরভে; বরং

বেওয়ারিশ হয়ে হারিয়ে যায়-

অলক্ষ অন্ধকারের উদার সমুদ্রে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<32119 and publish = 1 order by id desc limit 3' at line 1