logo
মঙ্গলবার, ২৬ মে ২০২০, ১২ জ্যৈষ্ঠ ১৪২৬

  হুমাইরা জাহান উপমা   ১৬ এপ্রিল ২০১৯, ০০:০০  

বর্ষবরণ কটিয়াদী

বর্ষবরণ কটিয়াদী
কটিয়াদিতে বন্ধুদের শোভাযাত্রা
বিদায়ী বর্র্ষদিনের আকাশকূলে সারাদিনই কালো মেঘের চাদুরে ঢাকা ছিল। দিনভর ঘন ঘন বিজলির স্ফুলিঙ্গ ও মেঘের ডাকাডাকি। অনেকে মনে করেছিলেন, যে কোনো সময় ধেয়ে আসবে কালবৈশাখি। এদিকে চারদিকে চলছে নববর্ষকে বরণের ধুমধাম প্রস্তুতি। আকাশের এমন কালবৈশাখির আতঙ্ক দেখেও থেমে নেই সংস্কৃতি কর্মীরা। যাক, পহেলা বেশাখ ১৪২৬-এর সকালটা ছিল একেবারেই পরিষ্কার। প্রভাতে পূর্বাকাশে নবরূপে উদয় হলো নববর্ষের লাল টুকটুকে সূর্য। চারদিকে সোনামুখী রোদ্দর। আমাদের কটিয়াদী সব প্রতিষ্ঠানের পাশাপাশি যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ও প্রতিভা সাহিত্য-সংস্কৃতি কুঞ্জের সব সাহিত্য-সাংস্কৃতিক ও সামাজিক বন্ধুরা যৌথভাবে ছুটে চলল সরকারিভাবে কটিয়াদী উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্মিলিত মঙ্গল শোভাযাত্রায়। সবার মনে লালন করেছিলেন, বিনির্মিত হোক, একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের সংগঠনের শোভাযাত্রায় নেতৃত্বে ছিলেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কটিয়াদী শাখার আহ্বায়ক কবি ও সাহিত্যিক আলী আক্‌কাস রেণু। শোভাযাত্রা গমন পূর্বে অত্র শোভাযাত্রায় সম্মানিত অতিথি হিসেবে অংশ নিয়ে অনুষ্ঠানটিকে আরও অলঙ্কৃত করেন, কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল ওয়াব আইন উদ্দিন, কটিয়াদী উপজেলার নির্বাহী অফিসার ইসরাত জাহান কেয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম মোড়ল ও কটিয়াদী মডেল থানার ওসি। ফ্রেন্ডস ফোরামের যারা অংশ নেন, যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান মাস্টার, যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হক, সার্জেন্ট (অব. আর্মি) শাহ্‌ আলম, মো. রায়হান, মো. ফরহাদ, নজরুল ইসলাম এনতাজ, কাকন সাহা, নিতাইপদ বণিক ও জজ মিয়াসহ অনেকে। শোভাযাত্রা শেষে সবাই কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সম্মিলিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

সদস্য

ফ্রেন্ডস ফোরাম

কটিয়াদি।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে