logo
সোমবার ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ১ আশ্বিন ১৪২৬

  মোবাশ্বির হাসান শিপন   ১১ জুন ২০১৯, ০০:০০  

উচ্ছ্বাসের নদী

উচ্ছ্বাসের নদীতে যেতে যেতে-

আমাদের স্বপ্নোদ্যানে হেঁটে হেঁটে সন্ধ্যা নামে;

বিবর্ণ ডায়েরি লোনাজলে ভেসে যায়-

সহিষ্ণু মমতা ব্যবচ্ছেদ করে।

ল্যাম্প পোস্টের জন্ডিস আলোয়-

ধ্যানের রাজ্যের কিনারা বেয়ে

মায়ার শরীরে সিরোসিস ঘর বেঁধে

নিথর লাশে সমাপ্তি টানে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে