logo
সোমবার, ১৩ জুলাই ২০২০, ২৯ আষাঢ় ১৪২৬

  অনলাইন ডেস্ক    ১২ নভেম্বর ২০১৯, ০০:০০  

হেমন্তের আগমন

মিজু সরকার হৃদয়

মাঠে-ঘাটে সোনার ফসল

হাওয়া দোলে ছন্দে,

কৃষক ভাইয়ের মন ভেসে যায়

নতুন ফুলের গন্ধে।

প্রজাপতি ফুলের উপর

করছে অনেক খেলা,

ক্ষেতে ক্ষেতে দেখা মেলে

পাখপাখালির মেলা!

দূর্বা ঘাসের শিশির কণায়

পড়ছে রোদের আলো,

হেমন্তের-ই মৃদু বাতাস

মন করে দেয় ভালো।

রাখাল মাঠে মধুর সুরে

গাছের নিচে গাইছে,

তাই শুনে সোনামনিরা

অবাক চেয়ে রইছে!

\হবাগান মাথায় ফুলের সুবাস

\হবিলে শাপলা হাসে,

আমার দেশে এমন করে

\হহেমন্ত ভাই আসে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে