logo
সোমবার, ১৩ জুলাই ২০২০, ২৯ আষাঢ় ১৪২৬

  অনলাইন ডেস্ক    ১২ নভেম্বর ২০১৯, ০০:০০  

চোখ দু'টো তার টানাটানা

মো. মোশফিকুর রহমান

চোখ দু'টো ছিল তার টানাটানা

ঠোঁট জোড়া তার লাল,

ডানাকাটা পরী সে যে

বিছায় মায়ার জাল!

কি যে অপরূপ হাসি দেখি তার

মুক্তো হয়েই ঝরে,

স্রষ্টাই জানে হাসির কারণ

কার যে হৃদয় পোড়ে।

চুলগুলো তার উদাস-উদাস

বনলতার-ই মতো,

কত যে যুবক সেই মায়াতেই

হয়ে গেছে ক্ষত!

পদ্মাবতীর মতো গাল দু'টো তার

নাকটা একটু উঁচু,

তার প্রেমেতে হার মেনে যায়

প্রেমিক পুরুষরূপীও যিশু।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে