logo
রবিবার, ১২ জুলাই ২০২০, ২৮ আষাঢ় ১৪২৬

  জুলফিকার আলী   ১৯ নভেম্বর ২০১৯, ০০:০০  

অগ্রহায়ণে

মাঠে মাঠে সোনালি ধান

হাওয়াতে যায় দুলে,

কৃষান-কৃষানিরা হাসে

আনন্দে প্রাণ খুলে।

ব্যস্ত সবাই ফসল কাটতে

অগ্রহায়ণের গানে,

গাঁয়ের মানুষ উৎসব করে

মা ও মাটির টানে।

অগ্রহায়ণে পাড়ায় পাড়ায়

নবান্নের ওই ধুম,

পিঠা পুলির গন্ধে ভাঙে

খোকা-খুকুর ঘুম।

ছাতিম গাছে টুনটুনিটা

মধুর সুরে ডাকে,

দেশটাকে এই অগ্রহায়ণে

ফসলেতে ঢাকে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে