logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০, ২৯ শ্রাবণ ১৪২৬

  মোবাশ্বির হাসান শিপন   ০৩ ডিসেম্বর ২০১৯, ০০:০০  

কি এমন ক্ষতি

কি এমন ক্ষতি হয়-

একটু নিড়ানি দিলে? একটু নিড়ানি...

দ্যাখো নিতান্ত নিরীহের মতো শুয়ে আছি তবু......

আমার বুকে এক হাঁটু দূর্বা-

অস্তিত্বের দখল নিয়েছে বর্গীর মতন।

উত্তরা বাতাসের হিম ধরা শিশির

অনাদরে ভিজিয়ে দেয় বুকের পাঁজর।

কি এমন ক্ষতি হয়-

একটু নিড়ানি দিলে?

একমুঠো রোদ্দুরে আমার অন্ধকার-

না হয় নির্বাসনে যাবে।

তোমার নিড়েনে ওতো জং হারিয়ে

চকচক করবে যৌবতী তকমায়!
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে