logo
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০, ১৮ আষাঢ় ১৪২৬

  মুহাম্মদ ইমদাদ হোসেন   ১৪ জানুয়ারি ২০২০, ০০:০০  

শীতের বস্ত্র বিনে

গুড়িগুড়ি বৃষ্টি আজকে

হচ্ছে শীতের দিনে

\হকেমন আছে পথবাসীরা

শীতের বস্ত্র বিনে?

আমরা যারা ঘরের ভেতর

কম্বল মুড়ে খাটে

একটু ভাবুন তাদের কথা

যারা খোলা মাঠে।

একটু তাকাও তাদের পানে

দরদ ভরা মনে

দাও বাড়িয়ে হাত সাহায্যের

এমন ঠান্ডাক্ষণে।

শীত নিবারণ করুক তারা

এই তোমাদের দানে

এমন শীত আর বৃষ্টির দিনে

শান্তি আসুক প্রাণে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে