logo
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০, ১৮ আষাঢ় ১৪২৬

  মোহাম্মদ নূর আলম গন্ধী   ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০  

বইমেলা

বইমেলা প্রাণের মেলা

ফিরে ফিরে আসে

সাড়া জাগায় কোটি প্রাণে

\হফেব্রম্নয়ারি মাসে।

\হছোট বড় সবাই তখন

উলস্নাসে খুব মাতে

\হলেখক-পাঠক মিলনমেলা

আহা! একই সাথে।

হরেক রকম বইয়ের ভিড়ে

হারায় তো এ মন

তারই সাথে গল্প-আড্ডা

এ যে মধুর ক্ষণ!
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে