logo
বুধবার ২৪ এপ্রিল, ২০১৯, ১১ বৈশাখ ১৪২৬

  মোবাশ্বির হাসান শিপন   ২৮ আগস্ট ২০১৮, ০০:০০  

চোখের জল

চোখের জলেরও রং হয়Ñ

সাত রঙের অদ্ভুত সাদা কাফন;

সূযের্র বিকিরণে রামধণু রঙে ঝর তোলে

অনুভ‚তির সহস্র প্রতিবিম্ব।

যেমন করে পাহাড়ের গভের্

অযুত-নিযুত কষ্টের জমাট কান্না একদিন

পাথর ফুড়ে ঝনার্ হয়ে মিশে যায়

নদীর মাতাল ঢেউয়ের ফেনার বুদবুদে।

হায়! এভাবেই চলে যায় মানুষের মায়ার মাঠ

উজানি ঢলে ভেঙে যায় স্বপ্নচর;

ক্যান্সারের ঘুণপোকায় ক্ষয়ে যায় বতর্মান;

নিকষ অঁাধারে মোড়া শীত নিদ্রায় ভবিষ্যৎ...
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে