বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ০৩ জুলাই ২০১৮, ০০:০০

ঢাকা আদালতে টাউট আটক

আইন ও বিচার ডেস্ক

ঢাকার আদালত প্রাঙ্গণে এক ভুয়া আইনজীবীকে আটক করেছে আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটি। আটক ভুয়া আইনজীবীর নাম মল্লিক মোশারেফ হোসেন। তিনি খুলনা জেলার রূপসা থানার নন্দনপুর গ্রামের বাসিন্দা। গত ২৬ জুন দুপুরে ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ অভিযানে তাকে আটক করা হয়। এ সময় ভুয়া আইনজীবী মল্লিক মোশারেফ হোসেনের পকেট থেকে নিজ নামে সুপ্রিম কোটের্র আইনজীবী পরিচয় সংবলিত ভিজিটিং কাডর্ এবং হাতে থাকা তার স্বাক্ষরিত দুটি বেলবন্ড জব্দ করা হয়। ঢাকা আইনজীবী সমিতির কাযর্কর পরিষদ ও টাউট উচ্ছেদ কমিটির সদস্য অ্যাডভোকেট মিজার্ মুহা. জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। অ্যাডভোকেট মিজার্ মুহা. জামাল হোসেন জানান, দুপুর ১টার দিকে ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটির অভিযান পরিচালনার সময় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোটের্র হাজত খানার সামনে থেকে টাউট উচ্ছেদ কমিটির সদস্য অ্যাডভোকেট ইকতান্দার হোসাইন হাওলাদার (বাপ্পী) ও আসাদুজ্জামান বাবুর সহযোগিতায় এই ভুয়া আইনজীবী আটক করা হয়।

তোপের মুখে ভ্রাম্যমাণ আদালত

আইন ও বিচার ডেস্ক

বগুড়ায় বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে কনের স্বজনদের তোপের মুখে পড়েছে ভ্রাম্যমাণ আদালত। গত ২৯ জুন বিকালে শহরের নারুলী খন্দকারপাড়ায় এ ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ (ওসি) এসএম বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খন্দকারপাড়ার অটোরিকশাচালক বাবু মিয়ার মেয়ে স্থানীয় বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। বাবু তার মেয়ের বিয়ে সোনাতলা উপজেলার হলিদাবগা গ্রামের শফিকুল ইসলামের ছেলে বাবুলের সঙ্গে ঠিক করেন। দুপুরে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরপক্ষ আসার আগেই বিকাল সাড়ে ৩টার দিকে সদর উপজেলা নিবার্হী কমর্কতার্ (ইউএনও) আজিজুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বিয়ে বাড়িতে উপস্থিত হন। আদালতের উপস্থিতি টের পেয়ে বাবু ও তার স্ত্রী ফাইমা তাদের মেয়েকে নিয়ে অন্যত্র চলে যান। এ সময় কনের স্বজনরা লাঠিসোটা নিয়ে আদালতের ওপর চড়াও হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে