শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
জেনে নিন

‘ভৌগোলিক নিদের্শক’ কী?

নতুনধারা
  ৩০ অক্টোবর ২০১৮, ০০:০০

জিওগ্রাফিকাল ইন্ডিকেশন (জিআই) হলো একটি নাম বা সাইন যেটা নিদির্ষ্ট একটি পণ্যের জন্য ব্যবহার করা হয় যা কোনো একটি নিদির্ষ্ট ভৌগোলিক এলাকার (শহর বা দেশ) পণ্যের পরিচিতি বহন করে, সাধারণত ঐতিহ্যবাহী পণ্য যা গ্রামীণ জনপদ প্রজন্ম থেকে প্রজন্ম উৎপাদন করে আসছে; যা বিশ্ববাজারে ওই পণ্যের আলাদা একটা পরিচয় তুলে ধরে। এতে পণ্যটি ওই দেশের পণ্য হিসেবে খ্যাতি পায় এবং প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়। ১৯৯৪ সালে বিশ্ব বাণিজ্য সংস্থার এক বৈঠকে ১৫৫টি দেশ (মে ২০১২ অনুসারে) সম্মত হয় যে তারা একটি নিদির্ষ্ট স্ট্যান্ডাডের্ আইন তৈরি করবে নিজ দেশের ভৌগোলিক নিদের্শকগুলো সংরক্ষণের জন্য। এটি পণ্যের স্বাতন্ত্র্যতা প্রতিষ্ঠায় সাহায্য করে যাতে অন্য দেশের সমজাতীয় পণ্য থেকে তাদের পণ্য আলাদাভাবে চেনা যায়। ফলে পণ্যগুলোর আলাদা খ্যাতি তৈরি হয়, তাই বিশ্ব বাজারে পণ্যের জন্য ভালো দাম পাওয়া যায়। ট্রেডমাকের্র সঙ্গে এর পাথর্ক্য হলো ট্রেডমাকর্ কোনো ব্যক্তি বা গোষ্ঠী নিতে পারেন কিন্তু জিআই একটি দেশ পেটেন্ট করতে পারে যা তাদের দেশের পণ্য হিসেবে বিশ্ববাজারে পরিচিতি পাবে।

আন্তজাির্তক বাণিজ্যের তত্ত¡াবধান ও উদারীকরণের লক্ষ্যে প্রতিষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাবিøউটিও) ২৩টি চুক্তির একটি হচ্ছে ‘বাণিজ্য-সম্পকির্ত মেধাস্বত্ব অধিকার চুক্তি বা ‘ট্রিপস’ (ট্রেড রিলেটেড আসপেক্টস অব ইন্টেলেকচুয়াল প্রোপাটির্ রাইটস)। এই চুক্তির ২৭.৩ (খ) ধারায় পৃথিবীর সব প্রাণ-প্রকৃতি-প্রক্রিয়ার ওপর পেটেন্ট করার বৈধ অধিকার রাখা হয়েছে। এই চুক্তিতে বিশ্বের বিভিন্ন দেশে যেসব প্রাকৃতিক, মানুষের তৈরি এবং কৃষিজাত পণ্য দীঘর্কাল ধরে উৎপাদিত হয়ে আসছে, তার ওপর সংশ্লিষ্ট দেশের মালিকানা প্রতিষ্ঠার জন্য ভৌগোলিক নিদের্শক আইন করে নিবন্ধন করে রাখার বিধান রয়েছে।

সংকলন: কে আই তাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<19978 and publish = 1 order by id desc limit 3' at line 1