শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
স্যামুয়েল লিটল

যুক্তরাষ্ট্রের সিরিয়াল কিলার

নতুনধারা
  ০৪ ডিসেম্বর ২০১৮, ০০:০০

এফবিআই মনে করছে, স্যামুয়েল লিটল নামে ৭৮ বছর বয়সী ব্যক্তি মাকির্ন অপরাধের ইতিহাসে সিরিয়াল কিলারদের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক খুনের ঘটনা ঘটিয়েছে।

তদন্তকারীরা বলছেন এরই মধ্যে ৩৪টি হত্যার ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে এবং আরও অনেকগুলোতে তার সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত কিনা, তা জানতে অনুসন্ধান চালাচ্ছেন তারা। লিটল তিনজন নারীকে হত্যার দায়ে ২০১৪ সালে দোষী সাব্যস্ত হওয়ার পর কারাভোগ করছেন। ২০১২ সালে কেন্টাকিতে গৃহহীনদের একটি আশ্রয়-শিবির থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং ক্যালিফোনির্য়ায় স্থানান্তরিত করা হয়।

১৯৮৭ এবং ১৯৮৯ সালে নিহত তিন নারীর মৃত্যুর রহস্য উদঘাটিত না হওয়ায় জড়িত থাকার সন্দেহে মি. লিটলের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। ওই তিনজন নারীর প্রত্যেককে প্রচুর মারধর করা হয়েছিল এবং তাদের দেহ আলাদা আলাদাভাবে ফেলে দেয়ার আগে শ্বাসরোধের চিহ্ন পাওয়া হয়েছিল।

বিচারের সময় তিনি নিজেকে নিদোর্ষ দাবি করেন, কিন্তু শেষপযর্ন্ত প্যারোলের কোনো সুযোগ না রেখে তাকে টানা তিন-দফা যাবজ্জীবন দÐাদেশ দেয়া হয়। এর আগেও তার ব্যাপক অপরাধমূলক কমর্কাÐের রেকডর্ ছিল, যার মধ্যে ধষর্ণ এবং সশস্ত্র ডাকাতির অভিযোগও ছিল।

এই অপরাধ স্বীকারোক্তির পর লিটলকে এফবিআইর সহিংসতা অপরাধমূলক কমর্কাÐবিষয়ক একটি প্রকল্পে পাঠানো হয় যেখানে এ ধরনের সিরিয়াল কিলারদের সহিংসতা এবং যৌন অপরাধের বিষয়গুলো বিশ্লেষণ করে এবং ভবিষ্যতে অমীমাংসিত অপরাধের রহস্য-জট খুলতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তথ্য আদান-প্রদান করা হয়।

এফবিআই বলছে, লিটল সবের্মাট ৯০টি হত্যাকাÐের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে- যার বিস্তৃতি মাকির্ন যুক্তরাষ্ট্রের ক্যালিফোনির্য়া থেকে মেরিল্যান্ড পযর্ন্ত।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অন্তত ৩৪টি হত্যার ব্যাপারে স্পষ্ট ভিত্তি খুঁজে পেয়েছে তদন্ত দল, আরও অনেকগুলোর নিশ্চয়তা পাওয়া বাকি রয়েছে। তাদের ধারণা মি. লিটল বিশেষ করে প্রান্তিক এবং দরিদ্র নারীদের টাগের্ট করতেন, তবে তাদের অনেকেই পতিতাবৃত্তির সঙ্গে জড়িত কিংবা মাদকাসক্ত ছিল।

তদন্তকারীরা বলছেন, তাদের মরদেহ প্রায়ই অজ্ঞাত পরিচয় হিসেবে ফেলে যাওয়া হতো এবং তাদের মৃত্যু তদন্তহীন থেকে যেত।

বিবিসি অবলম্বনে

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<25321 and publish = 1 order by id desc limit 3' at line 1