বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রম্ননাইয়ের সঙ্গে বাণিজ্য নেটওয়ার্ক বাড়াতে চান ব্যবসায়ীরা

যাযাদি রিপোর্ট
  ২৩ এপ্রিল ২০১৯, ০০:০০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) একটি উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দল রোববার ব্রম্ননেইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এই ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।  

এফবিসিসিআই নেতারা ব্রম্ননেইয়ের ব্যবসায়ী নেতাদের সঙ্গে ব্যবসায়িক সভায় বসার কথা রয়েছে। দেশটির ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ব্রম্ননেই দারুসসালাম (এনসিসিআইবিডি) নেতাদের সঙ্গেও এফবিসিসিআই নেতাদের আলোচনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে এফবিসিসিআই এবং এনসিসিআইবিডির মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হবে। এছাড়া দু'দেশের ব্যবসায়ী নেতাদের দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নের সম্ভাব্য দিকগুলো নিয়ে আলোচনা করবেন।

এফবিসিসিআই ব্যবসায়ী প্রতিনিধিদলের অন্য সদস্যরা হচ্ছেন-এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ, এবং এফবিসিসিআই পরিচালক মাহবুবুল আলম, গোলাম মঈনুদ্দিন, জনাব আফতাব উল ইসলাম, মিসেস হাসিনা নেওয়াজ, মীর নিজাম উদ্দিন আহমেদসহ আরও অনেকে।

এছাড়াও এফবিসিসিআই প্রতিনিধিদলে রয়েছেন, বিজিএমইএ-এর প্রাক্তন সভাপতি সিদ্দিকুর রহমান, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা।

এফবিসিসিআই সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতির অনুপস্থিতিতে এফবিসিসিআই পরিচালক হেলেনা জাহাঙ্গীর এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। সফর শেষে এফবিসিসিআই প্রতিনিধি দল আজ ২৩ এপ্রিল ঢাকায় ফেরার কথা।

উলেস্নখ্য, ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশ ০.৬৮ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য ব্রম্ননেইয়ে রপ্তানি করে এবং ব্রম্ননেই থেকে ০.২ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে। ব্রম্ননেইয়ে বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যগুলো হচ্ছে কৃষি পণ্য, নিটওয়্যার এবং হিমায়িত খাদ্য এবং হোম টেক্সটাইল। আর ব্রম্ননেই থেকে কেমিক্যাল পণ্য, আয়রন ও স্টিল আমদানি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<46356 and publish = 1 order by id desc limit 3' at line 1