শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
জেনে নিন

ট্রাফিক আইনে কোন অপরাধে কি শাস্তি

নতুনধারা
  ২৮ আগস্ট ২০১৮, ০০:০০

সারাদেশে মোটরগাড়ির সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে অন্যান্য যানবাহন, বাড়ছে সড়ক দুঘর্টনা। মোটরগাড়ি চালানোর আইন-কানুন না জানা কিংবা আইন-কানুনকে তোয়াক্কা না করার প্রবণতাই এসব দুঘর্টনার মূল কারণ। পৃথিবীর অন্য দেশগুলোর মতো বাংলাদেশেও রয়েছে মোটরগাড়ির জন্য প্রযোজ্য বিশেষ আইন। যা অমান্য করলে আপনার বিরুদ্ধে জরিমানা কিংবা মামলা হতে পারে। অতএব, রাস্তায় গাড়ি নিয়ে নামার আগে জানতে হবে এর সঙ্গে সংশ্লিষ্ট আইন ও বিধিগুলো। ১৯৮৩ সালের ‘মোটরযান আইন’ অনুযায়ী কোন অপরাধে কি শাস্তির বিধান আছে তা সংক্ষেপে পাঠকদের কাছে তুলে ধরা হলোÑ

নিষিদ্ধ হনর্/ হাইড্রোলিক হনর্ ব্যবহারে জরিমানা ১০০ টাকা (ধারা ১৩৯)। আদেশ অমান্য, বাধা সৃষ্টি ও তথ্য প্রদানে অস্বীকৃতিতে জরিমানা ৪০০ টাকা [ধারা ১৪০(১)]। ওয়ানওয়ে সড়কে বিপরীত দিকে গাড়ি চালানোয় জরিমানা ২০০ টাকা [ধারা ১৪০(২)]। অতিরিক্ত গতি বা নিধাির্রত গতির চেয়ে দ্রæতগতিতে গাড়ি চালানোতে জরিমানা ৩০০ টাকা, অপরাধের পুনরাবৃত্তি করলে : জরিমানা ৫০০ টাকা (ধারা ১৪২)। দুঘর্টনাসংক্রান্ত যেসব অপরাধ থানায় ব্যবস্থা নেয়া হয়নি, সে ক্ষেত্রে জরিমানা ৫০০ টাকা, অপরাধের পুনরাবৃত্তি করলে : জরিমানা ১০০০ টাকা (ধারা ১৪৬)। নিরাপত্তাহীন অবস্থায় গাড়ি চালালে জরিমানা ২৫০ থেকে ১০০০ টাকা (ধারা ১৪৯)। কালো বা অতিরিক্ত ধেঁায়া বের হয় এমন মোটরযান ব্যবহার করলে জরিমানা ২০০ টাকা (ধারা ১৫০)। মোটরযান আইনের সঙ্গে সঙ্গতিবিহীন অবস্থায় গাড়ি বিক্রয় বা ব্যবহার, গাড়ির পরিবতর্ন সাধন করলে জরিমানা ২০০০ টাকা (ধারা ১৫১)।

রেজিস্ট্রেশন সাটিির্ফকেট বা ফিটনেস সাটিির্ফকেট অথবা রুট পারমিট ছাড়া মোটরযান ব্যবহার করলে জরিমানা ১৫০০ টাকা, অপরাধের পুনরাবৃত্তি করলে জরিমানা ২৫০০ (ধারা ১৫২)। অনুমোদনবিহীন এজেন্ট বা ক্যানভাসার নিয়োগ করলে জরিমানা ৫০০ টাকা, অপরাধের পুনরাবৃত্তি করলে জরিমানা ১০০০ টাকা (ধারা ১৫৩)। অতিরিক্ত মাল বা অনুমোদিত ওজন অতিক্রম পূবর্ক গাড়ি চালালে জরিমানা ১০০০ টাকা, অপরাধের পুনরাবৃত্তি করলে : জরিমানা ২০০০ টাকা (ধারা ১৫৪)। বিমা ছাড়া গাড়ি চালালে জরিমানা ৭৫০ টাকা (ধারা ১৫৫)। অনুমতি ছাড়া গাড়ি চালালে জরিমানা ৭৫০ টাকা (ধারা ১৫৬)। প্রকাশ্য সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে জরিমানা ৫০০ টাকা (ধারা ১৫৭)। গাড়ির ব্রেক কিংবা কোনো যন্ত্র অথবা গাড়ির বডি কিংবা স্পিড গভনর্র সিল বা ট্যাক্সি মিটারের ওপর অন্যায় হস্তক্ষেপ করলে জরিমানা ৫০০ টাকা (ধারা ১৫৮)। যেসব অপরাধের জন্য মোটরযান আইনে সুনিদির্ষ্ট কোনো শাস্তির ব্যবস্থা নেই, সে ক্ষেত্রে জরিমানা ২০০ টাকা, অপরাধের পুনরাবৃত্তি করলে : জরিমানা ৪০০ টাকা (ধারা ১৩৭)। আইন ও বিচার ডেস্ক

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<9373 and publish = 1 order by id desc limit 3' at line 1