logo
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০, ২০ শ্রাবণ ১৪২৬

  শাফাত শফিক   ১০ জুলাই ২০২০, ০০:০০  

অনাবাদে চাষাবাদ

তুমি মহাশূন্যে করো চাষাবাদ

ফলাও নানা প্রজাতির ফসল

কসমিক রশ্মিতে জীবনের উত্তাপ সৃজনে

করো জন্মান্তরের সাধনা।

অথচ হৃদয়ে বিরাণ মরুভূমির হাহাকার

\হসেখানে চাষাবাদের কোনো আয়োজন নেই

জল সিঞ্চনের উদ্যমও পরাহত

বিরাজিত প্রলম্বিত দহনের কাল।

এখানেই প্রয়োজন প্রতুল চাষাবাদের

এখানেই আসুক উচ্ছলিত জলের

তোড় প্রস্রবন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে