শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একরাশ পৃথিবীতে মানুষের পৃথিবী নেই

গাউসুর রহমান
  ৩১ জুলাই ২০২০, ০০:০০

নদীর বুকে সেই কবে রামধনু দেখেছিলাম

নদীর সুরে শুনেছিলাম গান,

এখন নদী কেবল মরে যায়-

এখন নদী কেবল হারিয়ে যায়।

একরাশ পৃথিবীতে এখন মানুষেরই পৃথিবী নেই

মানুষ এখন ডানা নেড়ে স্বপ্নের কথা বলে না,

মানুষের হৃদয় থেকে মুছে গেছে রোদের আস্বাদ-

মানুষের কানে বাজে না আর বৃষ্টির গান।

মানুষের শীর্ণ গোলাঘরে গফুরের মহেষ নেই

পৃথিবীর জলবায়ু থেকেও হারিয়ে গেছে কত কিছু-

মানুষ এখন প্রতিভার বাহু বাড়িয়ে দিয়ে

কিছু নিতে জানে না:

মানুষ নিজেই এখন নিজেকে চেনে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<107575 and publish = 1 order by id desc limit 3' at line 1