logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০, ২৯ শ্রাবণ ১৪২৬

  শাহীন মাহমুদ   ৩১ জুলাই ২০২০, ০০:০০  

প্রাদুর্ভাবে ডায়াপসিড

বীজবৃক্ষের তলায় যে শিকড়

তা আর মাটির অস্তিত্ব খুঁজে পায় না

পৃথিবীর ফুসফুসে চড়ে বসেছে এক ভুজঙ্গ

একের পর এক দংশনে চুপসে যায় দমবেলুন

অজ্ঞাত বাতাস চিৎকার করে বলছে আমি ঈশ্বর

আমি ঈশ্বর।

এ যাত্রায় কি বেঁচে যাবে তুমি?

কী ভাবছো তুমি-নিরাপদ আশ্রয়!

লখিন্দর শুনতে পায়নি মৃতু্য ঘণ্টার শব্দ

সেবা নিকেতনে উদোম গায়ে শুয়ে আছে যমদূত

রক্তকণায় জারজ জন্মের দাগ তোমার-বিস্ময় বাংলাদেশি।

জনগণের রিলিফ গিলে ফেলছো

ভুয়া রিপোর্ট বানিয়ে মারছো মানুষ

প্রতারণার ডিলে দিচ্ছো মরালিটি ক্রসফায়ারে

এ অজ্ঞাত রোগ তোমাকে ছাড়বে? একবার ভাবতো

মনে রেখো সেবা নিকেতনে উদোম শুয়ে আছে তোমার ঈশ্বর।

প্রাদুর্ভাবের এই দিনে তুমি আবার নতুনভাবে জন্ম নাও

অ্যাথেনা আবার খুলবে তার জরায়ুমুখ পৃথিবীর এ ক্রান্তিকালে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে