বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অনি বার্যতা

মাসুদ চয়ন
  ৩১ জুলাই ২০২০, ০০:০০

নিঃশব্দে কৈশোর নদীটি যৌবনে পা রাখে;

শুরু হয় ফসলের চাষ-পাঠ;

এ ধারা ক্রমান্বয়ে বয়ে চলে

কাদা জলের গদ্য বিকশিকতায়-

এরপর ধেয়ে আসে করুণ বার্ধক্যের ক্ষণ কাল-

নদীটি হৃদয়ের জল হারিয়ে জরাজীর্ণ দশায় সাব্যস্ত হয়;

তারপর তার ধূসর গোধূলি আকাশে অন্ধকার জমে;

নদীটি নিরিবিলি প্রসারিত হয় অনিবার্য অন্ধকারে-

যেখানে নিরবধিকাল অন্ধকার

তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখে।

নদীটি অন্ধকার খুঁড়ে খুঁড়ে বস্ন্যাকহোলে ফুরায়-

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<107579 and publish = 1 order by id desc limit 3' at line 1