logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০, ২৯ শ্রাবণ ১৪২৬

  মাসুদ চয়ন   ৩১ জুলাই ২০২০, ০০:০০  

অনি বার্যতা

নিঃশব্দে কৈশোর নদীটি যৌবনে পা রাখে;

শুরু হয় ফসলের চাষ-পাঠ;

এ ধারা ক্রমান্বয়ে বয়ে চলে

কাদা জলের গদ্য বিকশিকতায়-

এরপর ধেয়ে আসে করুণ বার্ধক্যের ক্ষণ কাল-

নদীটি হৃদয়ের জল হারিয়ে জরাজীর্ণ দশায় সাব্যস্ত হয়;

তারপর তার ধূসর গোধূলি আকাশে অন্ধকার জমে;

নদীটি নিরিবিলি প্রসারিত হয় অনিবার্য অন্ধকারে-

যেখানে নিরবধিকাল অন্ধকার

তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখে।

নদীটি অন্ধকার খুঁড়ে খুঁড়ে বস্ন্যাকহোলে ফুরায়-
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে