শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শহর এখন

রাফেয়া আবেদীন
  ২৯ জুন ২০১৮, ০০:০০

শহরে জমছে ধুলো আর রক্তের দাগ।

কতগুলো বুলেটের ওপর দঁাড়িয়ে আছি আমরা। চারপাশে

গাছের পাতায় ঝুলছে আগুনের লাল। বৃষ্টি না,

ঝরছে আমাদের সন্তানের খুলির ভেতর থেকে বেরিয়ে আসা মগজ।

এবার তাহলে কোন দিকে যাব?

একটা উপড়ানো গাছ পড়ে আছে আইল্যান্ডে

জবাই করা পশুর মতো। রাস্তার পিচ গলছে রোদে, আর

যতদূর দৃষ্টি যায় আকাশের জ্যামিতিক ছঁাচে

কংক্রিটের বিকেল। মনোটোনাস ছাদগুলো

ঝুলে আছে নিমর্ম, কতকাল ওরা ঘুমায়নি,

কতকাল ওরা ওড়েনি পাখির ডানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে