বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নদীর আতর্নাদ

কে এম হারুনুর রশীদ
  ২৯ জুন ২০১৮, ০০:০০

আমি এক অবহেলিত নদী

এক সময় আমি ছিলাম অনন্তযৌবনা

কালের যাত্রায় আমি হারিয়েছি আমার যৌবন।

কোথাও আমার বুক চিড়ে জমেছে বিশাল পলির সাম্রাজ্য

কেউ দেখার নেই, কেউ কি ভাবে আমাকে নিয়ে?

এক সময়ে আমার গভের্ জন্মেছে অসংখ্য প্রাণী

আমি দিয়েছি দু’ক‚লের মানুষের মাঝে প্রশান্তি

আজ আমি কোথায় আছি? ভাবতেও অবাক লাগে।

কেউ কি শুনবে আমার আতর্নাদ,

কেউ কি ফিরিয়ে দিতে পারবে আমার যৌবন?

আমি চাই আমার অনন্তযৌবন

আমি চাই আমার বুকে পালতোলা নৌকায়,

মাঝিদের কণ্ঠে ভাওয়াইয়া গান

জেলেদের কল-কাকলিতে ভরে উঠুক প্রাণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে