logo
বৃহস্পতিবার ২০ জুন, ২০১৯, ৬ আষাঢ় ১৪২৬

  আলমগীর খোরশেদ   ০৭ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

শেখ হাসিনার অবদান

ঢাকায় এখন উড়াল সেতু

মেট্রো রেল চলবে দেখ

হাতির ঝিলের লেকের পাড়েÑ

বিকেল হলেই ভিড়।

হারিয়ে গেছে লোডশেডিং

থাকে না অঁাধার রাতি

বেড়েছে রেমিট্যান্স, মাথাপিছু আয়

সমুদ্রসীমা বেড়েছে, বঙ্গবন্ধু সেটেলাইট

বিশ্ব ক্রিকেটে দেখিয়ে দিল

পিছিয়ে নেই দেশ।

পদ্মা সেতুÑ স্বপ্ন নয়

চলছে তারও কাজ

যুদ্ধাপরাধীর বিচার হলো

বহিঃবিশ্বের চাপ সামলিয়ে

দেখল এটা জাতি।

ডিজিটাল হলো দেশ

ইন্টারনেট এখন গ্রামে,

নিমিষেই সব হাতের মুঠোয়

তা-ও অল্প দামে। ,

দেশের এত উন্নয়ন

শেখ হাসিনার অবদান।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে