logo
বৃহস্পতিবার ২০ জুন, ২০১৯, ৬ আষাঢ় ১৪২৬

  জান্নাতুল ফেরদৌস   ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

দেখেছি জেগে ওঠা বালুচরে

সেদিন নিজর্ন ফাগুনের বিকেল ছিল

ধোয়াটে রঙ ছিল আকাশে;

আধজাগা নদীর বক্ষনিভৃতে

পুরোটা মেঘ পাজর খুলে বসেছিল।

সুখসমগ্র লিখে গেছে হাওরের জল

ফাপরে ওঠে উন্মুক্ত নদীবক্ষে

আমার মাঝের অন্য আমিতে

দেখেছি সেই জেগে ওঠা বালুচর।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে