logo
শনিবার ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১১ ফাল্গুন ১৪২৫

  আইউব সৈয়দ   ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

স্বীকারোক্তি

ঋতুর সীমারেখা বরাবর হঁাটতেই, দেখা হয়ে গেলো...

শরৎ-এর সাথে।

আকাশযাপন নীল আর ঝিলের শালুক ফুলের মতো

গ্রিবা মেলে, উন্মুখে গেয়ে ওঠা গানের গল্প শোনাল।

আশ্বিনী ঢেউয়ের ধানের ক্ষেত, দ্রæত পরিবতর্ন করা

মায়ারধ্বনি সেই সাথে শ্রæতিপথে কুয়াশামাখা মহান ব্যাপার

একাকার।

সবশেষে, উথুলে উঠেছে হিমেল হাওয়ার প্রীতিধারার

মৌলিক ডাক। গভীর সঙ্গ আহা! বুলাইয়া যায়

ঋতুÑ সিরিজের বঁাক।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে