logo
মঙ্গলবার ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ৭ ফাল্গুন ১৪২৫

  রহমান মুজিব   ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

সোনারগঁায়ের বৌ মেলা

বৌ মেলায় ফেঁাটে বৌ-গোলাপ, বৌদের বণির্ল শাড়িতে

আকাশ হতে নেমে আসে জাদুকরি রাত, সোনাসোনা তারার ধ্বনি

তাদের ধান রঙের শরীর ফসলে অঁাকা, লোকজ শ্রæতি

হাতভরা চুরির রিনিঝিনিতে মুখর করে লীলাবতীর ঘাট

বেজে উঠে কুমারিদের রিবনটানা শৈশবে বঁাশির পেপো

লিপিস্টিক আর আলতা রঙে তারা ভুলে যায় বেদনার গøুকোজ পিরিয়ড

বৌ-মেলায় জমা করা তামাদি কথাগুলো আজ নাগরদোলায় দুলবে

বেলুনে বেলুনে উড়ে যাবে স্বপ্নের ফানুস, শেষ হবে না তবু রাতের বৌ-মেলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে