বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
গ্রন্থালোচনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিবেদিত ১০০ কবির কবিতা

মিজানুর রহমান বেলাল
  ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিবেদিত ১০০ কবির কবিতা’ শিরোনামের কাব্যসংকলন সম্পাদনা করলেন মো. ইসরাফিল আলম এমপি। কাব্যসংকলনটি প্রকাশ করেছে দাগ প্রকাশ। এই কাব্যসংকলনে সূচিবন্ধ হয়েছেন যথাক্রমে: সৈয়দ শামসুল হক, নিমের্লন্দু গুণ, মহাদেব সাহা, বেলাল চৌধুরী, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, রফিক আজাদ, মুহাম্মদ নুরুল হুদা, হাবীবুল্লাহ সিরাজী, অসীম সাহা, রবিউল হুসাইন, আনোয়ারা সৈয়দ হক, সোহরাব পাশা, আসাদ মান্নান, বিমুল গুহ, মাহমুদ হাসান, মো. ইসরাফিল আলম এমপি, কাজী রোজী, রবীন্দ্র গোপ, মুহাম্মদ সামাদ, দুখু বাঙাল, হারিসুল হক, নাসির আহমেদ, শিহাব সরকার, দুলাল সরকার, আমিরুল ইসলাম, নূহ-উল-আলম লেনিন, রুবী রহমান, আসলাম সানী, ফরিদ আহমদ দুলাল, মোশাররফ হোসেন ভ‚ঞা, সুজন বড়ুয়া, বিমলেন্দ্র চক্রবতীর্, আলম তালুকদার, বুলবুল মহলানবীশ, ফকির ইলিয়াস, আমিনুল ইসলাম, কাইয়ুম নিজামী, আমিনুর রহমান সুলতান, নুরুন্নাহার শিরীন, দীলতাজ রহমান, রাহমান ওয়াহিদ, সেলিনা শেলী, তপন বাগচী, কাজী রহিম শাহরিয়ার, মাসুদ পথিক, মানস বিশ্বাস, কাজল রশীদ, মিজানুর রহমান বেলাল, এমরান কবির, প্রত্যয় হামিদ, অতনু তিয়াস, তুলি রহমান, আবু হেনা মোস্তাফা কামাল প্রমুখ। কবির কবিতা পাঠকালে পাঠকরা পাবেন; প্রধানমন্ত্রীর জীবনের নানান প্রাসঙ্গিক তার কমির্ববিধ বণর্না। বলা বাহুল্য, যে কবির দায় থাকে পাঠক-চৈতন্যের সঙ্গেÑ আন্তরিক অন্বেয়ের; দ্ব্যথর্হীন ভাষায় যিনি বলতে পারেনÑ কবিতা রচনা ব্যক্তিস্বরূপের আত্মপ্রকাশ নয়, আসলে তা ব্যক্তিস্বরূপের হৃদয়ারণ্য থেকে নিষ্ক্রমণ। সব কবিই কাব্যচচার্য় বেশ আত্মসচেতন। সকল কবির কাব্যের চিত্রকল্প, উপমা, শব্দ-বাক্যের গঠনশৈলী, প্রকরণ যথেষ্ট সংবেদনশীল।

বলাবাহুল্য, সম্পাদক সম্পাদকীয়তে লিখেছেন- ‘গণপ্রজাতন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা যার অসাধারণ মানবিক গুণাবলি, প্রতিভা, দক্ষতা, দেশপ্রেম, নেতৃত্ব, ধৈয্যর্, সহনশীলতা, সৃজনশীলতা দিয়েÑ বাংলাদেশ, বাঙালি জাতি, বাংলা সাহিত্য-সংস্কৃতি-ইতিহাস ও ঐতিহ্যকে বিশ্বের দরবারে এক নতুন উচ্চতায় উন্নতি করেছেন। উল্লেখ, ৩০ ডিসেম্বর, ২০১১ সালে শেখ হাসিনাকে বাংলা ভাষার ধারক ও বাহক হিসেবে বাংলা একাডেমি তাদের বাষির্ক সাধারণ সভায় সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে। এ ছাড়াও, ১২ জানুয়ারি, ২০১২ইং তারিখে দক্ষিণ এশিয়ায় শান্তি এবং উন্নয়নে অনন্য অবদানের জন্য ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ তাকে ডক্টর অব লিটারেচার বা ডি-লিট ডিগ্রি প্রদান করে। ২০১৪ সালে সমুদ্রসীমা জয়ের জন্য তিনি সাউথ সাউথ পুরস্কার লাভ করেন। ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর জাতিসংঘ ৭০তম অধিবেশনে পরিবেশ বিষয়ক সবোর্চ্চ পুরস্কার চ্যাম্পিয়নস অব দ্যা আথর্ পুরস্কার লাভ করেন। এ ছাড়াও তিনি ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অনন্য অবদানের জন্য আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার লাভ করেন। এ ছাড়াও দেশ-বিদেশের অসংখ্য পুরস্কার অজর্ন করেছেন। তার সুস্বাস্থ্য, দীঘার্য়ু ও কল্যাণময় সাফল্য কামনা করছি। তাকে নিয়ে ইতিমধ্যে রচিত হয়েছে অনেক প্রবন্ধ, নিবন্ধ, ছড়া-গান। এবার তাকে নিয়ে রচিত নিবাির্চত ১০০ কবির নিবেদিত কবিতা দিয়ে প্রকাশ হলো এই কাব্যসংকলনটি। এই গ্রন্থটি পাঠ করে যদি পাঠকেরা গণপ্রজাতন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা এই অসামান্য ব্যক্তিকে অনুধাবন করে নিজেকে দেশের মাটি ও মানুষের সেবায় নিজেকে সংযুক্ত রাখতে পারে; তবেই গ্রন্থটির প্রয়াস স্বাথর্ক হবে। ’

প্রধানমন্ত্রীর নামে কবিদের কল্পনার চরিত্রকে নিবেদিত কবিতার রিপ্রেজেন্টেশন সত্যি অভিনব। কিছু কবিতা নেত্রী বা মা বা দেশরতœ সাবজেক্ট করে রচিত। কিছু কবিতার মধ্যে নেত্রীকে ধারণ করার অ্যাবস্ট্রাকশন। যা আমাকে আলোড়িত করতে পেরেছে। প্রধানমন্ত্রীকে ঘিরেই কিছু কবিতার মধ্যে কবির ‘দেশপ্রেম’ ফুটে উঠেছে। যা কবিতার স্ট্রাকচারালিজম দৃঢ় ও সম্বৃদ্ধ হয়েছে অনেকাংশে।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিবেদিত ১০০ কবির কবিতা’

সম্পাদক : মো. ইসরাফিল আলম এমপি

প্রকাশ: দাগ প্রকাশ, ঢাকা।

প্রচ্ছদ: আরিফুর রহমান

দাম: ২৫০/- টাকা মাত্র

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<13514 and publish = 1 order by id desc limit 3' at line 1