শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যে সম্পকের্র কোনো শিরোনাম হয় না

অঞ্জন আচাযর্
  ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

[তুমি ছিলে নাÑ দুঃখ ছিল না; তুমি এলেÑ দুঃখ এলো। ]

পৃথিবীতে নেই কোনো প্রেমÑ বেদনাবিহীন

যারা কঁাদে না, ভেতরে-বাইরে কঁাদতে জানে না,

তারা অভিনেতা হয়; কৃত্রিম গিøসারিনে সিক্ত করে চোখ।

কাছে পেলে সুখ, না-পেলে শূন্যতা...

শীতের আগুনে ওম হয়ে না-ই ফোটে যদি,

গোপনে না-করে যদি অকারণ শঙ্কা-বিহŸলতা;

সে তো মৃত মানুষের প্রবাল-প্রস্তর চোখ,

ভালোবাসার কী জানে সে হৃদয়?

কতখানি পাওয়া, তার চেয়ে বেশি দিতে পারায়Ñ

যদি মেলে অলীক সুখÑ চশমার পিঠে প্রিয়তম মুখ,

তবে জেনে রেখো সেইটুকু প্রেম, জমা ভালোবাসা;

বাকি সব গতানুগতিকÑ যাওয়া-চলে আসা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<14574 and publish = 1 order by id desc limit 3' at line 1