বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রহস্যময় মাটি

শাহরিয়ার সোহেল
  ০৫ অক্টোবর ২০১৮, ০০:০০

সামেরি-তুমি কেন ধাতু নিমির্ত বাছুরের ওপর

ছুড়ে দিয়েছিলে জীবরাঈলের পদপৃষ্ঠ মাটি

আর কেনই বা বাছুরটি হাম্বা হাম্বা রবে

কুফরী চেতনা ছড়িয়ে দিল অন্যদের মনে

তুমি জানোনি-

মুসা তোমাকে অপেক্ষা করতে বলেছিল

আরও কিছুকাল-ধৈযর্্য ধরতে পারোনি

শুভ্র বণের্র আলোকময় মেঘমালা যখন

তুর পাহাড়ে মুসাকে চক্রাকারে আবতর্ন করল

কী কথা হয়েছিল স্রষ্টার সান্নিধ্যে

তুমি জানোনি-

পবিত্র কিতাব অস্বীকার করেছ

সত্যকে করেছ প্রত্যাখ্যান

তুমি চির শান্তির থেকে

দূরে চলে গেছ-বহুদূরে

অভিশপ্ত হয়ে অগ্নিদগ্ধ যন্ত্রণার সাগরে ভাসিয়েছ বুক

বণী ঈসরায়িলের কেউই দেখতে পায়নি সে রহস্যময় মাটি

তুমি কেন দেখলে আর নিয়ে এলে নিজের আস্তিনে

এক মুঠো ধিক্কার

সামেরি-তুমি কি তোমার ছিলে?

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<15754 and publish = 1 order by id desc limit 3' at line 1