logo
মঙ্গলবার ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ৭ ফাল্গুন ১৪২৫

  হাসান ওয়াহিদ   ১২ অক্টোবর ২০১৮, ০০:০০  

শরতের আলপনা

শব্দগুলো ততোটা স্পষ্ট নয়

শরতের বৃষ্টিতে ভিজে রূপময়

কেমন জবজবে হয়ে আছে

চারদিকে শব্দহীন মেঘের নিস্তব্ধতা

শুকনো কাদামাখা পথ

হেঁটে বেড়ায় কিছু নপুংসক শব্দমালা

কিশোরী স্বপ্নে ঠিকানার খেঁাজে ঈষার্হীন

অনিবাযর্কারণে মৃত্যু থামে

জলের প্রচ্ছদ জুড়ে রক্তিম সম্ভার

আর অবিশ্রাম চুড়ির আলপনা

এই শরতে তাদের তুলে এনে

ইচ্ছে মতো সাজাই সাদা পাতা

এক সময় গভর্বতী সাদা পাতা

অকৃপণ শ্বাসে জন্ম দেয় সদ্যজাত কবিতার।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে