বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দঁাড়কাকের ডাক

জাফর পাঠান
  ০২ নভেম্বর ২০১৮, ০০:০০

গুমট- বাতাস, গুমট- সাগর

গুমট- ভ‚মিতলের প্লেটগুলি,

দুলছেনা গাছ নড়ছেনা পাতা

ডাকছে অশুভ দঁাড়কাকগুলি।

কুকুর শিয়ালের- অশনি হঁাক

ভেসে আসছে নিত্য নিশুতি রাতে,

হুতুম পেঁচার- হুম হুম ডাক

অঁাকছে অমঙ্গল- বঙ্গ বরাতে।

ঘন ঘন শকুনদের আনাগোনা

দেয় নাকি বিপদের পূবার্ভাস,

প্রকৃতি নিজ থেকেই বলে দেয়

ধরিত্রীর- প্রলয়ের অভিলাষ।

চারদিকে- চিৎকার চেঁচামেচি

প্রকৃতির- গুমট- ভয়াল ভাব,

শঙ্কায় থাকে শতবষীর্ মুরুব্বী

কখন জানি নেমে আসে কৃষ্ণাভ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<20434 and publish = 1 order by id desc limit 3' at line 1